ফরম ব্যবহার না করে js দিয়ে newTab-এ data পাঠানো…


আমার মনে হয় এই পোস্টটি অনেকের কাজে আসবে।

খুবি সোজা technique. আমি example দিচ্ছি।

ধরুন আপনি ফরম submit/use না করেই javascript ব্যবহার করে কোন page -এ data পঠাতে চাচ্ছেন, এবং new page’ টি আপনি new Tab-এ open করতে চাচ্ছেন।

আনাকে যা করতে হবে তা হল-

এ্কটি js function লেখা।-

<pre>function f(){    window.open(“${pageContext.servletContext.contextPath}/deriredUrl.jsp?”+$(‘#hiddenValue’).val());
}</pre>

hiddenValue হচ্ছে hidden input field-এর id যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় data পাঠাতে পারবেন।

এবার আপনার প্রয়োজনীয় action-এ js function-টি call করুন।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s